Author: | জাহেদুল আহছান তারেক Zahedul Ahsan Tareque | ISBN: | 9781311473738 |
Publisher: | Ahsan Publication | Publication: | April 8, 2015 |
Imprint: | Smashwords Edition | Language: | English |
Author: | জাহেদুল আহছান তারেক Zahedul Ahsan Tareque |
ISBN: | 9781311473738 |
Publisher: | Ahsan Publication |
Publication: | April 8, 2015 |
Imprint: | Smashwords Edition |
Language: | English |
এই পৃথিবীর অঙ্গনে মুমিনদেরকে দু’টি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয়। একটি হালাল জীবিকা উপার্জনের সংগ্রাম অপরটি আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম। উপরোক্ত দু’টি কাজই মুমিন মুসলমানদের জন্য ফরয। জীবন ও রিযিক ওতপ্রোতভাবে জড়িত। রিযিক ছাড়া জীবন কল্পনা করা যায় না। রিযিকের ব্যাপারটি মানুষের জন্য দারুণ সমস্যাসঙ্কুল, বস্তুত রিযিক মানুষকে সদা বিব্রত ও ব্যস্ত করে রাখে। শুধু তাই নয়, এ সমস্যা মানুষের দুঃখ-দুর্দশা বৃদ্ধি করে, স্বাস্থ্যের অবনতি ঘটায়, এমনকি তাকে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছে দেয়, এ সমস্যা মানুষকে করে পাপী ও অসদাচারী। এ সমস্যা মানুষকে আল্লাহর দরজা ও উপাসনা থেকে সরিয়ে নিয়ে যায় সৃষ্টির সেবার পথে, ফলে মানুষকে দুনিয়ায় যেমন- ক্লান্ত, শ্রান্ত, জীর্ণ, অপমানকর ও হেয় জীবন-যাপন করতে হয়, তেমন পরকালেও যেতে হয় নিঃস্ব অবস্থায়।
এই পৃথিবীর অঙ্গনে মুমিনদেরকে দু’টি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয়। একটি হালাল জীবিকা উপার্জনের সংগ্রাম অপরটি আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম। উপরোক্ত দু’টি কাজই মুমিন মুসলমানদের জন্য ফরয। জীবন ও রিযিক ওতপ্রোতভাবে জড়িত। রিযিক ছাড়া জীবন কল্পনা করা যায় না। রিযিকের ব্যাপারটি মানুষের জন্য দারুণ সমস্যাসঙ্কুল, বস্তুত রিযিক মানুষকে সদা বিব্রত ও ব্যস্ত করে রাখে। শুধু তাই নয়, এ সমস্যা মানুষের দুঃখ-দুর্দশা বৃদ্ধি করে, স্বাস্থ্যের অবনতি ঘটায়, এমনকি তাকে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছে দেয়, এ সমস্যা মানুষকে করে পাপী ও অসদাচারী। এ সমস্যা মানুষকে আল্লাহর দরজা ও উপাসনা থেকে সরিয়ে নিয়ে যায় সৃষ্টির সেবার পথে, ফলে মানুষকে দুনিয়ায় যেমন- ক্লান্ত, শ্রান্ত, জীর্ণ, অপমানকর ও হেয় জীবন-যাপন করতে হয়, তেমন পরকালেও যেতে হয় নিঃস্ব অবস্থায়।